
নিজস্ব প্রতিনিধি :
দেশেররন সুপ্রতিষ্ঠিত লাইফ বিমা কোম্পানি ফারইস্ট ইসলামি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির প্রধান কার্যালয়ে বহিরাগতদের হামলা হয়েছে। এতে কোম্পানির সিকিউরিটি ইনচার্জসহ তিনজনেরও বেশী আহত হয়েছেন। হামলাকারীরা ফারইস্ট লাইফের অফফিসের ১৮ তলায় লুটপাট চালিয়ে বেশ কিছু মূল্যবান ইলেকট্রনিক্স সামগ্রী এবং অন্যান্য মুল্যবান জিনিসপত্র নিয়ে গেছে বলে দাবি করেছে ফারইষ্ট কর্তৃপক্ষ।
৮ সেপ্টেম্বর ২০২৫ সোমবার রাজধানীর তোপখানা রোডে অবস্থিত কোম্পানির প্রধান কার্যালয়ের ১৮তলায় মুখ্য নির্বাহী কর্মকর্তার (ভারপ্রাপ্ত) কার্যালয়ে এ হামলার ঘটনা ঘটে।
সূত্রের খবরে ও কোম্পানি কর্তৃপক্ষের মাধ্যমে জানা যায়, বেলা ১১টার দিকে ৬০ থেকে ৭০ জন বহিরাগত অফিসে ঢুকে প্রথমে কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালমন্দ করে চিৎকার চেঁচামেচি শুরু করে। তাদেরকে নিবৃত করতে এগিয়ে গেলে কোম্পানির ভিপি, লিগ্যাল অ্যান্ড এস্টেট মো. আজগর আলী ও সিকিউরিটি ইনচার্জ মো. আব্দুর রাজ্জাকসহ প্রধান কার্যালয়ে কর্মরতদের তিনজনেরও বেশি এহামলার শিকার হন। হামলাকারীরা প্রায় তিন ঘণ্টারও অধীক সময় মুখ্য নির্বাহী কর্মকর্তার কার্যালয়টি অবরুদ্ধ রেখে এবং লুটপাট চালায়।
ফারইস্টের বর্তমান কর্তৃপক্ষের অভিযোগ, নজরুল-খালেক পরিচালিত সাবেক বোর্ডের সময়কালীন কোম্পানির অর্থ আত্মসাতের ঘটনায় জড়িত ব্যক্তিদের পরক্ষ ইন্ধনে প্রধান কার্যালয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে লুটপাট ও ভাঙচুর চালানো হয়েছে। তবে আমরা পুলিশের সহায়তা চাইলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
এ বিষয়ে ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের মুখ্য নির্বাহী কর্মকর্তা বলেন, ‘এ ঘটনা অপ্রত্যািসত বা অনাকাঙ্ক্ষিত নয়। আমরা যতদূর জানতে পেরেছি, অতিতে ফারইস্ট লাইফের অর্থ আত্মসাৎকারীদের ইন্ধনে বহুদিন ধরে বহিরাগত লোকজন বিভিন্ন রূপে কোম্পানির প্রধান কার্যালয়ে ঝামেলা করে চলেছে। এসব ঘটনা নতুন কিছু নয় ,সবই অতিত ঘটনার ধারাবাহিকতা।’
ফারইস্ট লাইফের কর্তৃপক্ষ হতে জানা যায় এ ঘটনায় কোম্পানির পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া অব্যাহত রয়েছে।