সোনার বাংলা ইন্স্যুরেন্স এর ২৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

অর্থনীতির ৩০ দিন ডেস্ক :
১১ সেপ্টেম্বর ২০২৫ বৃহস্পতিবার সোনার বাংলা ইন্স্যুরেন্স লিঃ এর ২৫তম বার্ষিক সাধারণ সভা ভার্চুয়াল পদ্ধতিতে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কোম্পানির সম্মানিত একটিং চেয়ারপার্সন জনাব মোঃ মোতালেব
হোসেন। সভায় ২০২৪ইং সালের নিরীক্ষিত হিসাবের ভিত্তিতে কোম্পানির শেয়ারহোল্ডারদের জন্য ১০% নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়।
বার্ষিক সাধারণ সভায় অংশগ্রহণ করেন ইনডিপেনডেন্ট পরিচালক ও অডিট কমিটির চেয়ারপার্সন শহিদুল ইসলাম নিরু, ইনডিপেনডেন্ট পরিচালক ও এনআরসি এর চেয়ারপার্সন ড. শরীফ এনামুল কবির। এছাড়া, সভায় অংশগ্রহণ করেন কোম্পানির সম্মানিত পরিচালক, আল-হাজ্ব মোঃ রুহুল আমিন, আলহাজ¦ মোঃ শামসুল হক, আবুল কালাম আজাদ, মি. কৈলাশ চৈন্দ্র বাড়ৈ, মি. গঙ্গাচরণ মালাকার, মি. সুমিত কুমার বাড়ৈ, এ.এন.এম. রেজওয়ানুল কাইউম, ইঞ্জিনিয়ার মোঃ হারুনুর রশীদ মোল্লা, মিসেস ফাহমিদা ওয়ালিউল্লাহ, জনাব বেলাল হোসেন এবং ইনডিপেনডেন্ট পরিচালক জনাব দেলোয়ার হোসেন রাজা এবং নারী ইনডিপেনডেন্ট পরিচালক বদরুন নেসা। আরও অংশগ্রহণ করেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ সামসুল হুদা, কোম্পানির সিএফও এ. বি. এম. হাসানগীর এবং কোম্পানি সচিব আব্দুর রউফ গোমস্তাসহ ঊর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ।